ইলিশ মাছের নিরাপদ প্রজননের জন্য টানা ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশ মাছের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
দেশে ২০০৩-২০০৪ সাল থেকে জাটকা রক্ষা কর্মসূচি শুরু করা হয়। এর পর থেকেই ইলিশ মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে।
সূত্র: কালের কণ্ঠ