১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৩:৩৫ অপরাহ্ন


মিথিলার শহরে মন্টু পাইলট
সৈয়দ ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
মিথিলার শহরে মন্টু পাইলট


কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। যদিও যার নামের সঙ্গে এরমধ্যে জুড়ে গেছে ‘মন্টু পাইলট’! পর পর দুই সিজনে ওয়েব দুনিয়া ভালোই জমিয়ে দিলেন মন্টু তথা সৌরভ। দ্বিতীয় সিজনে মন্টুর সঙ্গে পাল্লা দিয়ে নিজের অভিনয় ক্ষমতা দেখালেন ঢাকার মিথিলাও। 

সম্প্রতি মিথিলার শহর ঢাকায় এসেছেন সৌরভ। এসেই মিথিলাকে ফোন, ‘দোস্ত আমি তো তোমার দেশে, আমি এখন ঢাকায়।’ মিথিলা উত্তর দিলেন, ‘তাই নাকি? তাহলে বাসায় চলে আসো।’

মঙ্গলবার (১৮ অক্টোবর) এমনটাই জানালেন রাফিয়াত রশিদ মিথিলা। যদিও তার আগেই কলকাতা ফিরে গেছেন সৌরভ।  

অভিনেত্রী বললেন, ‘ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপের। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে বলছিল। এটা কলকাতাতেও বলে। ওকে আমাদের অভ্যাসগুলো ভালো করে শিখিয়ে দিয়েছি।’

সৌরভ দাস ভারতের বাংলা ভাষার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার ধারাবাহিক ‘বয়েই গেলো’তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষিক্ত হন। এতে তিনি ধারাবাহিকের নায়ক অর্জুনের কাকাতো ছোট ভাই বীরসা বসাক চরিত্রে অভিনয় করেন।  

বলিউড চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ হয়, ওনির রচিত-পরিচালিত ‘কুছ ভিগে আলফাজ্জ’ ছবিটির মাধ্যমে। তিনি অঞ্জন দত্ত, অরিন্দম শীল, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মতো প্রশংসিত বাংলা চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেছেন। জি বাংলা সিনেমার চলচ্চিত্র ‘চোরে চোরে মাসতুতো ভাই’-এ প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে সৌরভের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মিথিলার। এই বন্ধুত্বের নমুনা কলকাতা ছাড়িয়ে ঢাকাতেও গড়ালো। আমন্ত্রিত অতিথিকে বাংলাদেশের প্রায় সব নামি খাবার খাইয়েছেন বন্ধু মিথিলা। মিথিলা বলছিলেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যত্ন ভালোভাবেই হয়েছে।’

সম্প্রতি শাহরিয়ার কবিরের জনপ্রিয় কিশোর উপন্যাস ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া মিথিলাকে জিজ্ঞেস করা হয়েছিল―কী কী খাইয়েছেন সৌরভকে? ধীরে ধীরে মনে করে বলার চেষ্টা করছিলেন তিনি। জানালেন, তালিকায় ছিল পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। মিথিলা বলেন, ‘ওর শুঁটকি ভীষণ পছন্দের। মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল।’

এদিকে সৌরভ-মিথিলাকে নিয়ে কিন্তু টলি পাড়ায় প্রেমের গুঞ্জন বাইছে অনেকদিন ধরেই। এবার দেখা যাক সৌরভ ঘরে ফিরে যাওয়ার পর নতুন গুঞ্জনের ডাল কতোটা গজায়।