ভারতের বিপক্ষে ট্রফি জয়ের আশা থাকলেও প্রথম দুটি ম্যাচেই টাইগাররা সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে- এমনটি ভাবনায়ও ছিল না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টাইগাররা বড়জোর একটি ম্যাচে জিতবে- এমন প্রেডিকশন ছিল তার।
কিন্তু টাইগারদের দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। বুধবারের (৭ ডিসেম্বর) ম্যাচে তুলে নেন সেঞ্চুরি, সঙ্গে সিরিজ জয়!
সিরিজ জয়ের পর বুধবার রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এই ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই অবাক হয়েছি।’
মিরাজের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে পাপন বলেন, ‘প্রথমটাতে যেমন মিরাজ দূর্দান্ত খেলেছে তেমনি দ্বিতীয়টাতেও সে ছিল অনবদ্য। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিইনাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি অবশ্য বলেছিলাম আরে, পরপর দুদিন কিভাবে ভালো খেলে। কিন্তু দেখেন আজকেও ছেলেটা ভালো খেলেছে।’
নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে মাঠের বাইরে থাকায় এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। লিটনের অধিনায়কত্বের প্রথম সিরিজেই তাকে একশতে একশ বোর্ড প্রধানের। তিনি জানান, ‘লিটনের অধিনায়কত্ব খুব ভালো ছিল। খুবই ভালো অধিনায়কত্ব করেছে। ভারত শুধু উপমহাদেশের না, বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে ঘরের মাঠে পরপর দুইবার সিরিজ জেতা বিরাট ব্যাপার।’