০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৩৭:৫১ পূর্বাহ্ন


ফাইনালের বাঁশি সিজিমন মারসিনিয়াকের হাতে
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১৬ ২১:৫১:৪০
ফাইনালের বাঁশি সিজিমন মারসিনিয়াকের হাতে


কাতারে ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের রেফারি সিজিমন মারসিনিয়াক। ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।

৪১ বছর বয়সী মারসিনিয়াক এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় দলের ম্যাচ পরিচালনা করেছেন।

শেষ ষোলতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ডেনমার্কের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রুপ পর্বে ডেনমার্কের বিরুদ্ধে ফ্রান্সের খেলায় রেফারি ছিলেন তিনি। ওই ম্যাচে ফ্রান্স ২-১ গোলে জিতে। ম্যাচটিতে তিনটি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।

রবিবারের ফাইনালে মারসিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন স্বদেশী পাওয়েল সোকোলিনিস্কি ও টমাস লিস্টিকিউইজ। 

এই তিনজন অনুর্ধ্ব ১৮ বিশ্ব চ্যাম্পিয়নশীপ ও ইউরো ২০১৬-এ এক সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন।