বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই সোশ্যাল হ্যান্ডেলে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।
ফেসবুকে নির্বাচনী পোস্টার প্রকাশ করে ভোটারদের উদ্দেশে হিরো আলম লেখেন, সবাই একতারা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
এরপর ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, আজ আমি প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার প্রতীক একতারা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সিংহ প্রতীক পাওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রতীক একটি দলের নিবন্ধন থাকায় আমি পাইনি। পোস্টার রেডি, আজ (২০ জানুয়ারি) থেকে আমরা প্রচারে নামব।’