০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৩০:৪২ পূর্বাহ্ন


মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে: ডি মারিয়া
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০২-১৮ ১৮:২২:০৭
মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে: ডি মারিয়া ডি মারিয়া তার আর্জেন্টিনিয়ান অধিনায়ক


মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে: ডি মারিয়া


লিওনেল মেসিকে কি আমার ২০২৬ বিশ্বকাপে মাঠে দেখতে পাবো? এইটাই মিলিয়ন ডলারের প্রশ্ন এই মুহূর্তে। কাতার বিশ্বকাপের আগে থেকেই এ প্রসঙ্গে বারবার উঠে এসেছিলো। মেসি নিজেই সে সময় বেশ কয়েকটি সাক্ষাৎকারে পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন। মেসির বন্ধু ও সতীর্থরা তার এই সিদ্ধান্ত নিয়ে বিশেষ কোনো মতামত প্রকাশ করেননি সেই সময়। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর পরিস্থিতি বদলে যায়।

মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ এবং কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকটি সাক্ষাত্কারে তাকে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বলতে শুরু করেছিলেন। অ্যাঞ্জেল ডি মারিয়াও একই দাবি করেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এই অন্যতম নায়ক এটা স্পষ্ট করে দিয়েছেন যে মেসিকে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে। কারণ, তিনি এই সময়ের বিশ্বের সেরা খেলোয়াড়।

ইএসপিএন-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাত্কারে ডি মারিয়া বলেছেন, 'মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।' জুভেন্টাস উইঙ্গার আরো বলেন যে তিনি নিজে পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন না দেখলেও তিনি মেসিকে দেখতে চান। দি মারিয়া বলেন , ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

মেসিকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় বলে তার যুক্তির সমর্থনে ডি মারিয়া বলেছেন, "৭ ব্যালন ডি'অর, বিশ্বকাপ, ফিনালাসিমা, কোপা আমেরিকা, বার্সেলোনার জন্য সবকিছু জেতা।" তিনি সর্বশ্রেষ্ঠ এবং তিনি সেখানেই থাকবেন।" এ সময় মেসি এবং ম্যারাডোনার মধ্যে তুলনা করার প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘ডিয়েগো হচ্ছে ডিয়েগো। তবে আমার কাছে মেসিই সেরা। ডিয়েগো ফাইনালে থাকলে সেটা দারুণ ব্যাপার হতো। মেসির হাতে বিশ্বকাপ দেখে সে উচ্ছ্বাসে ফেটে পড়ত।’