সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাপ্পী চৌধুরী দাবি করেছেন যে তিনি তার প্রতিযোগীদের নিয়ে চিন্তা করেন না, কারণ ঈদে প্রেক্ষাগৃহে তার "শত্রু" সিনেমাটি চালানোর জন্য তার নামই যথেষ্ট।
এবারের ঈদে বাপ্পী চৌধুরীর ছবি ৫টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে শাকিব খানের ‘লিডার আমি বাংলাদেশ’ এবং অনন্ত জলিলের ‘কিল হিম’।
এই দুই অভিনেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তিনি চাপ অনুভব করেন কি না জানতে চাইলে বাপ্পি বলেন, "আমি এটা নিয়ে ভাবিও না। অন্যদের নিয়ে চিন্তা করার মতো সময় বা শক্তি বাপ্পির নেই। আমার নাম দিয়েই আমার ছবি চলবে। হল মালিকরা আমার নাম শুনেই 'শত্রু'-কে ৪০টি হল দেবেন।"
তবে রিপোর্ট অনুযায়ী তার ছবিটি মাত্র ২০টি হল পেতে সক্ষম হয়েছে। হল মালিকরা শাকিব খানের ‘লিডার অ্যামি বাংলাদেশ’ কিনতে বেশি আগ্রহী, কারণ এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
সুমন ধর পরিচালিত এ ছবিতে বাপ্পি একজন পুলিশ অফিসারের চরিত্রে এবং জাহারা মিতু একজন বিদ্রোহী প্রাপ্তবয়স্কের চরিত্রে অভিনয় করবেন।