১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:২৫:৫০ অপরাহ্ন


রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিচ্ছেন বাংলাদেশের মাশা ইসলাম!
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-০৮ ১৯:০৯:০১
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিচ্ছেন বাংলাদেশের মাশা ইসলাম! মাশা ইসলাম



শনিবার, তৃতীয় চার্লস যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নেন। বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী মাশা ইসলাম যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহীর রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন।


ইংলিশ গায়ক স্টিভ উইনউডের সুপরিচিত গান "হায়ার লাভ" ৫৬টি কমনওয়েলথ সদস্য রাষ্ট্রের শিল্পীরা রাজাকে শ্রদ্ধা জানাতে গেয়েছিলেন।


ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশাকে মনোনীত করে। মাশা ইতিমধ্যে ‘হায়ার লাভ’ শিরোনামের গানের নির্বাচিত অংশ রেকর্ড করে পাঠিয়েছেন।


ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’


 মাশা বলেন, ‘এমন একটি আয়োজনে অংশ নেয়া অনেক সম্মানের। অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে মনোনীত করার জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা।’