১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৩৪:৫৫ অপরাহ্ন


আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না: শাকিব খান
কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-১০ ২১:৩১:৪২
আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না: শাকিব খান শাকিব খান, শবনম বুবলী



শাকিব খান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত। দ্বিতীয় বার বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলীকে এবং তাদের ঘরে আছে এক ছেলে। প্রায় সময় আলোচনা আসে সামাজিক যেগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে। 


বিচ্ছেদের পরও প্রায় সময়ই সংবাদের শিরোনাম হচ্ছেন এই দুজন। ছাড়াছাড়ি হলেও হরহামেশাই বুবলীর মুখে শাকিব খানের প্রশংসা শোনা যেত। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সর্ম্পক মধুর। কিন্তু উল্টো সুর এবার শাকিবের মুখে!


মঙ্গলবার বুবলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন শাকিব খান। তার জবাবে আজ শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী মুখ খুললেন। তিনি বলেন, এখনো তার ডিভোর্স হয়নি শাকিব খানের সঙ্গে। 


গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব, 'বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।'


তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে সাকিব খান আরও বলেন, 'আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।'


এই সুপারস্টার আরো বলেন, ‘বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।'


বুধবার বেলা ১১টার দিকে এসব বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী তার ফেসবুক এক্কোউন্টে একটি স্টেটাস পোস্ট করেন।


তিনি পোস্টে লেখেন, 'মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।'


তিনি আরও বলেন, 'আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন?'


২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিবের সঙ্গে বিয়ে হয় বুবলীর। এর পর ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।