১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩০:০৭ অপরাহ্ন


ঘরের মানুষের সঙ্গে কথাবার্তাও বন্ধ পাপনের
কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-২০ ২১:২১:০৮
ঘরের মানুষের সঙ্গে কথাবার্তাও বন্ধ পাপনের নাজমুল হাসান পাপন



এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব সামলে আসছেন নাজমুল হাসান পাপন। এর পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-৬ আসনের একজন সাংসদ এবং একটি সুনামধন্য ওষুধ কম্পানির গুরুত্বপূর্ণ পদে আছেন। সব মিলিয়ে তিনি ভীষণ ব্যস্ত মানুষ। ঠিকমতো পরিবারকে সময় দিতে পারেন না।


এমনকি ঘরের মানুষের সঙ্গে নাকি তার কথাবার্তাও বন্ধ হয়ে গেছে!


আজ শনিবার কোয়াবের বার্ষিক সাধারণ সভায় এসে পাপন বলেন, ‘আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত, আপনারা সবাই জানেন। ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু খুব কঠিন।


আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ শুরু করেছে। ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর সে কথাই বলে না বলতে গেলে!’


নিজের পরিবারের বিষয়ে বিসিবি সভাপতি আরো বলেন, “কোনো একটা প্রগ্রাম হলে যদি জিজ্ঞেস করে, ‘পাপন ভাই যাবে তো?’ আমার স্ত্রী সরাসরি বলে দেয় ‘আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন।' 


তিনি আরো বলেন, 'এই হলো আমার অবস্থা। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।'