বৃহস্পতিবার মিপ্রুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল।
১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দশ বল বাকি থাকতে চার উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে শামীম সুলতানা ৪৬ বলে তিনটি বাউন্ডারিতে ৪২ রানের ইনিংস খেলে সর্বোচ্চ স্কোরার হন।
এর আগে ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয়।
ভারতের মেয়েদের এই জয়ে প্রায় ৫ বছর পর হারাল টাইগ্রেসরা। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালের ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজে প্রতিবেশীদের বিপক্ষে প্রথম জয় এটি। সব মিলিয়ে এটা ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের তৃতীয় জয়।