সাফটা আমদানি নীতিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। একই নীতি অনুযায়ী ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের একটি ছবি। আর সেটি হলো অনন্য শাকিব খান অভিনীত ও মামুন পরিচালিত ‘নবাব এলএল.বি’। তবে এখনই দুই দেশের দুই কিং খান মুখোমুখি হচ্ছেন না। শাকিবের ‘নবাব এলএল.বি’ আগামী মাসে ভারতে মুক্তি পাবে বলে জানিয়েছেন ‘জওয়ান’ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমদানির শর্ত অনুযায়ী আমাদের এখানকার একটি ছবি তাদের ওখানে দেখাতে হবে। তবে একই সময়ে দেখাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই আমরা একমাস পর এটি ভারতে মুক্তি দেব।’
অন্যদিকে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বে এক যোগে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘জওয়ান’। তাই শাহরুখ ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনাও দেখা গেছে। অনেক হাজির হয়েছেন ‘জওয়ান’ ছবির পোস্টার লুক নিয়ে সিনেমা হলে হাজির হয়েছেন, অর্থাৎ মাথায় ব্যান্ডেজ বেঁধে।
প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবিটি নির্মাণ করেছেন সাউথের অ্যাটলি কুমার। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।