০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৪:১৮ অপরাহ্ন


১৪ বছর পর ঢাকায় আসবেন শাহরুখ খান
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০২-০৫ ০৮:৪৮:৪৯
১৪ বছর পর ঢাকায় আসবেন শাহরুখ খান শাহরুখ খান,


শুধু বলিউডের নয়, বিশ্বের জনপ্রিয় অভিনেতাদের প্রথম কাতারে দাঁড়ায় শাহরুখ খান। বিশ্বজুড়ে তার ভক্তকুলের এক অংশ বাংলাদেশে ভক্ত রয়েছে। ২০১০ সালে প্রথম বাংলাদেশে আসে ছিলেন তিনি। এরপর কেটে গেছে ১৪টি বছর। এবার জানা গেল, আবারও ঢাকায় আসছেন বলিউডের এই বাদশাহ।

জানা গিয়েছে, শাহরুখকে ঢাকায় নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী ইভেন্ট অর্গানাইজিং প্রতিষ্ঠান অন্তর শোবিজ। গণমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। ১৪ বছর পর আবারও তারাই শাহরুখকে নিয়ে আসছেন ঢাকায়।


এ প্রসঙ্গে স্বপন বলেন, 'আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।'

তিনি আরও বলেন, 'শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে চলতি বছরই আবার ঢাকায় আসছেন তিনি।'

এর আগে, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। ওই সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।


That's why they are not on social media!