০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০২:০৬ পূর্বাহ্ন


শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০৭-২৬ ১৪:০৮:৩৪
শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি


ইউরোর শিরোপা ঘরে তোলার পর ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি দেখলো স্পেন। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তারা তিনে উঠে এসেছে। অপর দিকে কাতার বিশ্বকাপ জয়ী ও সদ্য কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে।

ইউরো, কোপায় ঠাসা ব্যস্ত ফুটবল সূচির পর প্রকাশ পেলো ফিফা র‌্যাঙ্কিং। ইউরোর ফাইনালে স্পেনের কাছে পরাজিত ইংল্যান্ড চতুর্থস্থানে জায়গা করে নিয়েছে। তাতে একধাপ পেছনে পড়ে গেছে ব্রাজিল। কোপা ব্যর্থতায় সেলেসাওদের অবস্থান এখন পঞ্চম।

কোপার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভেনেজুয়েলার উন্নতি ছিল সবচেয়ে বেশি। ১৭ ধাপ এগিয়ে তাদের অবস্থান এখন ৩৭। ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলা তুরস্কও বিশাল ঝাঁপ দিয়েছে। ১৬ ধাপ আগানো দলটির অবস্থান এখন ২৬।

কোপার ফাইনাল খেলার পুরস্কার পেয়েছে কলম্বিয়াও। দুই বছর শীর্ষে দশে উঠে এসেছে তারা। তাদের অবস্থান এখন ৯। একমাস কোনও ফুটবল না খেলা বাংলাদেশেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়েছে তারা। তাদের অবস্থান ১৮৪।

শীর্ষ দশে যারা-

১. আর্জেন্টিনা

২. ফ্রান্স

৩. স্পেন

৪. ইংল্যান্ড

৫. ব্রাজিল

৬. বেলজিয়াম

৭. নেদারল্যান্ডস

৮. পর্তুগাল

৯. কলম্বিয়া

১০. ইতালি