০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৩০:৪৯ পূর্বাহ্ন


ঢাকায় এসে যা বললেন বলিউডের সোহেল খান
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ঢাকায় এসে যা বললেন  বলিউডের  সোহেল খান


ঢাকার মানুষের মুখের হাসি দেখে মুগ্ধতায় ভাসলেন সোহেল খান। বললেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’

বৃহস্পতিবার দুপুরে বনানীতে ভাই সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে এসে ঘুরে-ফিরে এমন দুটি প্রতিক্রিয়া আসে এই নায়ক-প্রযোজকের কণ্ঠে।

সোহেল খান বলেন, ‘এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লেগেছে। কারণ, প্রতিটি মানুষ হাসিখুশি। মনে হচ্ছে সবাই সুখী। আরও মনে হলো, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

জানান ভাই সালমান খানের ব্যস্ততার কথাও। ‘ওর (সালমান) এখন অনেক ব্যস্ততা। একসঙ্গে অনেকগুলো কাজ হাতে। এজন্যই আমি এসেছি।’ যোগ করলেন সোহেল। 

বৃহস্পতিবার ঢাকায় নেমে সরাসরি বনানী এসেছেন সোহেল খান। ফলে ঢাকার খাবার তখনও মুখে নেয়ার সুযোগ হয়নি। যদিও ঢাকার মাছ আর বিরিয়ানি খেতে মুখিয়ে আছেন এই তারকা। বললেন, ‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। কাল (শুক্রবার) সকাল পর্যন্ত আছি। মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি। তাছাড়া খাবার বিষয় না, তোমাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ।’

কাল গেলে আবার কবে আসবেন- এমন প্রশ্নে সালমানের চটজলদি জবাব, ‘কাল গিয়ে পরশু মওকা মিললে পরশুই আসবো! এই হাসিমুখ বার বার দেখতে চাই।’

কথা হলো বাংলাদেশের সিনেমা নিয়েও। সোহেল খান বলেন, ‘বাংলাদেশের ছবি আমি দেখেছি। ভাষাটা না বুঝলেও আমাদের কালচার তো একই। নাচ-গান-অভিনয়, দারুণ লাগে। তাছাড়া বাংলাদেশ এখন গ্রোয়িং কান্ট্রি। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড- খুব দ্রুতই এক হয়ে যাবে। কারণ, এখন সিনেমাটা গ্লোবালি মুভ করছে।

সালমান কি বনানীর আউটলেটে আসবে না কখনও! এমন প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করলেন সোহেল। বললেন, ‘এটা তো ওরই দোকান! পৃথিবীর যেখানেই থাকুক ও এখানে আসবেই। বাট এই মুহূর্তে ওর আসার পরিস্থিতি ছিলো না বলেই আমি আসলাম- এই হাসিমুখ দেখতে।’

শেষে বাংলায় বলে গণমাধ্যমকর্মীদের মনে আরও মুগ্ধতা ছড়ালেন বলিউড ভাইজানের এই আপন ভাই। বললেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’

মূলত ভাই সালমান খানের বার্তা নিয়ে বি-টাউন থেকে সরাসরি ঢাকার বনানীতে হাজির হলেন সোহেল খান। ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ এই বলিউড তারকা অনুষ্ঠানস্থলে আসেন। উপলক্ষ, ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন।

‘বিইং হিউম্যান বাংলাদেশ’-এর ফেসবুক পেজ থেকে এই আউটলেটের কথা আগেই জানিয়েছিলেন সালমান খান।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’’

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন নৃত্যশিল্পীদের। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। 

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে।  

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করে এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে পাঁচশ’টিরও বেশি আউটলেটের মাধ্যমে সালমান তার এই চ্যারেটি ফ্যাশন ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।