০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:২০:৩২ অপরাহ্ন


‘ব্যাচেলর পয়েন্ট’র বিরুদ্ধে সিদ্দিকের ‘কুড়াল’ হুমকি
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
‘ব্যাচেলর পয়েন্ট’র বিরুদ্ধে সিদ্দিকের ‘কুড়াল’ হুমকি


কমেডি ঘরানার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় সিদ্দিকুর রহমান সিদ্দিক। যদিও অভিনয়ের চেয়ে তিনি এখন বেশি ব্যস্ত বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করে।

এবার এই অভিনেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ও বিতর্কিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সংশ্লিষ্টদের। নাটকের নাম উল্লেখ না করেই তিনি একটি কুড়ালের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমি আশা করবো এই কুড়ালটা যেন সঠিক ব্যবহার করতে না হয়।’  

সিদ্দিক বলেন, ‘অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি বাংলা নাটক নিয়ে খুব লেখালেখি হচ্ছে। নাটকের মান, শিল্পীদের ডায়লগ, পোশাক এবং অঙ্গভঙ্গি নিয়ে সংবাদ দেখার পর দুঃখ আরও বেড়ে যায়। কারণ আমিও নিজেকে একজন নাট্যাঙ্গনের সদস্য মনে করি।’ 

কুড়াল প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘মজার বিষয় হলো অনেকেই ভাবছেন এ কুড়ালের ছবিটা কেন দিলাম। প্রতি কুরবানির ঈদে যখন বেশি বেশি ছাগল আর গরু জবাই হয় তখন মাংস ও হাড় কাটার জন্য বেশি দরকার হয় এই কুড়ালের। ঠিক তেমনি যখন দেশের মিডিয়াতে কিছু নামধারী পরিচালক, অভিনেতা, অভিনেত্রী বেশি হয় তখনও ঠিক দরকার এই কুড়ালের। তাই আমি আশা করবো এই কুড়ালটা যেন সঠিক ব্যবহার করতে না হয়, তার আগে এই সমস্ত শিল্পী, কলাকুশলীরা দেশ থেকে পালিয়ে যায়।’ 

পলানোর কথা বলার কারণও ব্যাখ্যা করেন সিদ্দিক। বলেন, ‘এই দেশের দর্শক খুবই সচেতন এবং শিক্ষিত। তারা আপনাদের মতো অশিক্ষিত না। যে কোনও সময় তারা আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কুড়াল ব্যবহার করতে পারে। সাবধান হোন, এখনও সময় আছে। তা না হলে জনগণের সাথে আমরাও সহমত পোষণ করে আপনাদের বিরুদ্ধে কিছু একটা করতে পারি।’

শেষে সবাইকে সকল অপসংস্কৃতি থেকে বিরত থাকার অনুরোধ করেন সিদ্দিক।


That's why they are not on social media!