০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:২৯:৩১ পূর্বাহ্ন


যে টিভি চ্যানেলে দেখা যাবে এশিয়া কাপ
সৈয়দ ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
যে টিভি চ্যানেলে দেখা যাবে এশিয়া কাপ ফাইল ছবি


শনিবার (১ অক্টোবর) সকাল থেকে সিলেটের দুটি মাঠে গড়াচ্ছে এশিয়ান নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হচ্ছে থাইল্যান্ডের। যে লড়াই শুধু মাঠে নয়, টিভি সেটের সামনে বসে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন দেশ-বিদেশের কোটি দর্শক। 

সুখবর এই যে, এশিয়া কাপ ক্রিকেটের সবগুলো ম্যাচই সরাসরি দেখাবে স্টার স্পোর্টস। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতীয় এই চ্যানেলটি বাদে স্থানীয় কোনও চ্যানেলে এশিয়া কাপ সম্প্রচার হবে না। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসিসির অধীনে সব টুর্নামেন্টের টিভি স্বত্ব কিনে নিয়েছিল স্টার ডিজনি। তার সুবাদেই পুরুষ এশিয়া কাপ, নারী এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের টিভি স্বত্ব স্টার স্পোর্টসের হাতে।

এবারের আসরে অংশ নিচ্ছে ৭ দল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ ১৫ অক্টোবর।

মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানারা।