অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে চলে এসেছে সিনেমা ‘আদম’। অবশেষে লেখার কারণ, ২০১৮ সালে নির্মাণের কাজ শুরু হয়েছিল এই সিনেমাটির। ৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাটি দর্শকের কাছে পৌঁছাতে যাচ্ছে। ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আবু তাওহীদ হিরণের পরিচালনায় আসন্ন সিনেমা ‘আদম’।
চলচ্চিত্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠোর বাস্তবতা এবং জীবনের দৈনন্দিন অনুভূতির গল্প বলে। রুপালি পর্দায় প্রধান চরিত্রে থাকছেন সুপরিচিত ছোট পর্দার অভিনয়শিল্পী, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী, এবং ইয়াশ রোহান। মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনা এবং চিত্রনাট্যে সিনেমাটি তৈরী।
শুধু তাই নয়, ইয়াশ রোহান ও ঐশী ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মনিরা আক্তার মিঠু, অ্যালেন শুভ্রদের মতো অভিনয়শিল্পীরা।
গত ২ এপ্রিল প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সত্যি বলতে, ভীষণ ভালো ছিলো ট্রেলারটা। দর্শকরা আশাবাদী সিনেমাটি ভালো হবে।