০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৩১:১৩ পূর্বাহ্ন


সর্বোচ্চ রানের মালিক সাকিব!
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সর্বোচ্চ রানের মালিক সাকিব! ছবি: এএফপি


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন সাকিব আল হাসান। বুধবার (১২ অক্টোবর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে তিনি এই মাইলফলক ছুঁয়ে দেন। 

যার মাধ্যমে সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদকে ছাড়িয়ে যান বর্তমান অধিনায়ক। ১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২১৩১। অন্যদিকে ১২১ ম্যাচে ১১৩ ইনিংসে ২১২২ রান রিয়াদের।

বুধবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিল ২০৬১। মাহমুদ উল্লাহকে টপকাতে আরও ৬২ রান দরকার ছিল। বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌঁছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব। 

এই ফরম্যাটে সাকিবের ১১টি ও মাহমুদ উল্লাহর ৬টি হাফসেঞ্চুরি আছে।   

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৪৮ রানে হেরে গেলেও ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন অধিনায়ক সাকিব। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের।