০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০৩:৩৬ পূর্বাহ্ন


কাশ্মীর থেকে শবনম ফারিয়ার কবিতা
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
কাশ্মীর থেকে শবনম ফারিয়ার কবিতা


অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় থেকে তো বটেই, দেশ থেকেও দূরে আছেন। বেড়াতে গেছেন ভারত অঞ্চলের জম্মু-কাশ্মীর। সফরসঙ্গী তারা তিনবোন ও স্বজন।

ঘুরতে গিয়ে শবনমের সোশ্যাল হ্যান্ডেল অ্যাকটিভিটি যেন বাড়লো তরতর করে। নানামাত্রিক ছবি, অভিমানের গল্প আর স্মৃতিকাতরতা ভাসছে তার দেয়ালে। তবে শেষ পোস্টে চোখ আটকে গেল শবনম শিবিরের। অভিনেত্রী লিখে দিলেন- আস্ত একটা কবিতা!

কবিতাটি এমন-

আমিও তোমার মতো পালিয়ে যেতে চাই,

আমিও তোমার মতো কে কী বলল, কে কী ভাবল- সেইটা তোয়াক্কা করতে চাই না, 

আমিও তোমার মতো স্বার্থপর হতে চাই, কারো ভালো লাগা/খারাপ লাগাতে আমার কিছু আসবে যাবে না! 

আমিও তোমার মতো এই শহরকে ঘৃণা করতে চাই,

এত ঘৃণা করতে চাই যে আমার সবচেয়ে আপন মানুষগুলোকে ফেলে চলে যাওয়ার আগে দ্বিতীয় কোনও ভাবনা আসবে না,

আমিও তোমার মতো সাদা মানুষদের শহরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, যেখানে আমাকে কেউ চিনবে না,

আমিও তোমার মতো সবার সঙ্গে প্রতারণা করতে চাই, সবাইকে বলতে চাই আমিও ক্লান্ত এখানে,

আমিও তোমার মতো অমানুষ হতে চাই, 

আমিও তোমার মতে সব ফেলে একাই বেঁচে থাকতে চাই…।

কবিতাটি ফেসবুকে শেয়ার দেওয়ার পর একজন তার লেখার প্রশংসা করে লেখেন, ‘আপনার লেখালেখিতেও সিরিয়াস হওয়া উচিত। অনেক ভালো লেখেন।’

কবিতা লেখা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আগে থেকেই কবিতা লেখি। আমার লেখা কবিতা পত্রিকায় প্রকাশও হয়েছে! নতুন নয়।’

শবনম ফারিয়া জানান, চলতি মাসের ২৫ তারিখে ফিরছেন ঢাকায়।


That's why they are not on social media!