০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৩২:০০ পূর্বাহ্ন


সোহেল রানার ভুল চিকিৎসা, মামলা করবে ছেলে
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সোহেল রানার ভুল চিকিৎসা, মামলা করবে ছেলে


ঢাকার একটি হাসপাতালে প্রযোজক-পরিচালক সোহেল রানাকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে অভিনেতা মাশরুর পারভেজ। সোহেল রানার চোখের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন ছেলে মাশরুর পারভেজ।

সেখান থেকেই সোমবার (৭ নভেম্বর) রাতে মাশরুর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে তার বাবাকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে বলে দাবি করেন।

তিনি বলেন, ‘বাবার চোখে ছানির সমস্যার চিকিৎসা করানো হয়েছিল দেশের এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সায়েদুর রহমান। বিষয়টা তারা ধামাচাপা দিতে চেয়েছিল। আমার কাছে সব রিপোর্ট রয়েছে। সেটা দেখলেই বোঝা যায় যে তারা ভুল করেছে।’

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মাশরুর। তিনি বলেন, ‘আমি এভারকেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। তাদের বিরুদ্ধে লড়া মানে দেশের অনেক পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে লড়া। আমি জানি না কে আমাদের অভিযোগ নিতে চাইবেন, কিন্তু আমি সেরা আইনজীবীর কাছে যাবো। এটা জেতার বিষয় না, আমি চাই মানুষ বিষয়টা জানুক। আমি টাকা ফেরতও চাই না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যেন তারা শাস্তি পায়।’

সবশেষে এই ঘটনার জন্য বাবা সোহেল রানার কাছে দুঃখ প্রকাশ করেন মাশরুর।  

এর আগে ঢাকায় থাকতে মাশরুর জানিয়েছিলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোহেল রানার চোখে আগেও একই সার্জারি করানো হয়েছিলো। সেটারই রুটিন সার্জারি হিসেবে ঢাকায় করানো হয়। কিন্তু তাতে জটিলতা আরও বেড়ে যায়। সেজন্যই অভিনেতাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।