০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:২১:০৮ অপরাহ্ন


গায়ে রোদ মাখাবেন কখন?
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
গায়ে রোদ মাখাবেন কখন?


চর্চিত আছে রোদ পোহালে ভিটামিন ডি পাওয়া যায়। যে ভিটামিন ত্বক ও শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন চিকিৎসকরা। 

কারণ এই ভিটামিন হাড় মজবুত রাখতে সহায়তা করে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ভিটামিন ডি-এর অন্যতম সেরা উৎস হচ্ছে সূর্যের আলো। তবে দিনের সব সময় সূর্যের আলো কি সমান উপকারী? সব রোদ কি আপনি গায়ে মাখলে ভিটামিন মিলবে?

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে যেকোনও সময় গায়ে রোদ লাগানো ভালো। এই সময় সরাসরি ত্বকে রোদ লাগাতে হবে। হাত, পায়ের পাশাপাশি এই সময় পিঠ ও পেটে রোদ লাগানোর চেষ্টা করতে হবে।

ওই প্রতিবেদন অনুযায়ী, খুব বেশি সময় রোদে থাকাটা শরীর ও ত্বকের জন্য ক্ষতিকর। সপ্তাহে তিন থেকে চারদিন গায়ে রোদ লাগাতে পারেন। সেটাও দশ থেকে পনেরো মিনিটের বেশি নয়।

শরীরে ভিটামিন ডি’য়ের ঘাটতি পূরণে শুধু গায়ে রোদ মাখলেই হবে না। খাদ্য তালিকায় এই ভিটামিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন গরুর কলিজা, স্যামন মাছ, টুনা, সার্ডিন, ডিমের কুসুম ও গরুর মাংস ভিটামিন ডি’য়ের ভালো উৎস।