০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০০:২৯ পূর্বাহ্ন


জেনে নিন: আর্জেন্টিনার ‘রোড টু ফাইনাল’
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
জেনে নিন: আর্জেন্টিনার ‘রোড টু ফাইনাল’


তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিততে কাতারে রয়েছে আর্জেন্টিনা। এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটির ফাইনালে পৌঁছার সম্ভাব্য রুট জেনে নিন:

যেভাবে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনা

সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপের অন্যতম আপসেটের জন্ম দিয়ে বিশ্বকাপ শুরু হয় মেসিদের। কিন্তু শেষ পর্যন্ত গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা।

শেষ ষোল: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ফলে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে লড়বে দল দুটি।  

কোয়ার্টার ফাইনাল: আর্জেন্টিনা বনাম নেদরল্যান্ডস বা যুক্তরাষ্ট্র

দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অবশ্য ২০১০ সালে ফাইনালে খেলা ডাচরা যদি দ্বিতীয় পর্বে গ্রুপ বি-এর রানার্স-আপ যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে পারলে দুই দল মুখোমুখি হবে। ডাচরা হেরে গেলে আর্জেন্টিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

সেমিফাইনাল: আর্জেন্টিনা বনাম স্পেন বা ব্রাজিল

সেমিফাইনালে পৌঁছালে আর্জেন্টিনা স্পেন বা ব্রাজিলের মুখোমুখি হতে পারে।

ফাইনাল: আর্জেন্টিনা বনাম ফ্রান্স বা ইংল্যান্ড?

ফাইনালে পৌঁছে গেলে আর্জেন্টিনাকে সম্ভবত ইংল্যান্ড বা ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করে বিশ্বকাপ জিততে হবে।