প্রথম
আরব দেশ হিসেবে বিশ্বকাপ
ফুটবলের আসরে কোয়ার্টার ফাইনালে
জায়গা করে নিয়েছে মরক্কো।
দ্বিতীয় রাউন্ডে স্পেনকে পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে
বিদায় করে নতুন রূপকথা
লেখে আরবের দেশটি। ম্যাচটি শেষে উদযাপনে নিপীড়িত
আরেক আরব দেশ ফিলিস্তিনের
পতাকা উঁচিয়ে উদযাপন করে আটলান্টিক পাড়ের
দেশটি।
এই নিয়ে অনেকে সমালোচনা
করলেও মুসলিমদের বিশ্ব থেকে প্রশংসা কুড়িয়েছেন
হাকিম জিয়েখ ও আশরাফ হাকিমিরা।
আজ রাতে কোয়ার্টার ফাইনালে
পর্তুগালের বিপক্ষে মাঠে নামছে মরক্কো।
এই ম্যাচে জয় পেলেই মরক্কোর
রূপকথার পাতা আরও লম্বা
হবে।
তবে
এর চেয়েও বেশি যেটি নিয়ে
কথা হচ্ছে সেটি হলো, আবারও
কি জয় পেলে মরক্কোর
খেলোয়াড়রা ফিলিস্তিনির পতাকা তুলে ধরবেন। তবে
সেটির জন্য অপেক্ষা করতে
হবে ৯টা শুরু হওয়া
ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত।
এদিকে,
মরক্কোর সমর্থকরাও গ্যালারিতে নিজের দেশকে সমর্থন দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনির পতাকা নিয়েও উপস্থিত হবেন বলে বিভিন্ন
গণমাধ্যমকে জানিয়েছেন। আব্দুল্লাহ মানসুরি নামে মরক্কোর এক
সমর্থক বলছেন, ফিলিস্তিন হচ্ছে এবারের বিশ্বকাপের ৩৩ নম্বর দল।
যারা না থেকেও আছে
বিশ্বকাপে।