আর্জেন্টিনার সমর্থকরা
মনে প্রাণে চাইছে এ বারের বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঠুক লিওনেল মেসির হাতে। মেসি
বিশ্বকাপ জিতুক তেমনটা চাইছেন আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাবেক তারকা
রোনালদোও।
এবার আর্জেন্টিনা বনাম
ব্রাজিলের সেমিফাইনাল দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলো ফুটবল ভক্তরা। কিন্তু ক্রোয়েশিয়ার
কাছে ব্রাজিল টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তাতে নেইমারদের বিশ্বকাপে
মিশন হেক্সার স্বপ্ন ভেঙে গেছে।
ব্রাজিল বিশ্বকাপ থেকে
ছিটকে যাওয়ার পর, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, মেসি বিশ্বকাপ জিতলে
তিনি খুশি হবেন।
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া
সেমিফাইনালের আগে তিনি বলেন, ‘আমি এ বারের বিশ্বকাপের ট্রফিটা মেসির হাতে দেখতে
চাই। আর সেটা মনে প্রাণেই চাই। কিন্তু আমার মধ্যে যে ব্রাজিলিয়ান সত্তা রয়েছে, সেটা
আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাইছে না। কারণ ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াইটা
সবারই জানা।’
রোনালদো আরও বলেন, তবে
অবশ্যই, আমি ফুটবলকে রোমান্টিক হিসেবে দেখছি। যে চ্যাম্পিয়ন হোক না কেন আমি উপভোগ
করব।