০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:২৭:৪৯ অপরাহ্ন


ফাইনালে মেসির আর্জেন্টিনা
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১৪ ০২:৫৭:৩৪
ফাইনালে মেসির আর্জেন্টিনা


টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ ছিল ক্রোয়েশিয়ার সামনে। কিন্তু দুর্দান্ত আর্জেন্টিনার সামনে তারা দাঁড়াতেই পারলো না। মঙ্গলবার রাতে কাতারে প্রথম সেমিফাইনালে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। আর এতে করে কোনও সেমিফাইনালে না হারার রেকর্ডও ধরে রাখলো স্কালোনির দল।

রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল দুই দল। শুরুতে বল ক্রোয়েশিয়ার দখলে বেশি থাকলেও কখনো আর্জেন্টিনা, কখনো ক্রোয়েশিয়া আক্রমণ চালাতে থাকে। ৩৪তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির কিকে ১-০ গোলে এগিয়ে যায় তারা। এর মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন মেসির। পেছনে ফেলে দিয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

প্রথমার্ধের ৩৯তম মিনিটে আরেক গোল করেন আলভারেজ। বিরতির পরও আর্জেন্টিনা আক্রমণের ধারা অব্যাহত রাখে ৬৯ মিনিটে তিনি আরও ১ গোল করেন। শেষ পর্যন্ত ব্যবধান আর কমাতে পারেনি ক্রোয়েশিয়া। ৩-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন শেষ তাদের।