০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:২৬:১৪ অপরাহ্ন


বড়দিনে অণিমার কণ্ঠে ‘তুমি রবে নীরবে’
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-২৫ ০১:৫৪:২৪
বড়দিনে অণিমার কণ্ঠে ‘তুমি রবে নীরবে’


বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘তুমি রবে নীরবে’ গানটি। রবীন্দ্রনাথের ভীষণ জনশ্রুত এই গানটির সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। 

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গানচিত্রটি উন্মুক্ত করা হয় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

কাজটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথের অনেক গান করা হলেও এই জনপ্রিয় গানটির আলাদা করে রেকর্ড করা হয়ে ওঠেনি আগে। অথচ আমার প্রায় অধিকাংশ স্টেজ শোতেই এই গানটির দাবি থাকে শ্রোতাদের পক্ষ থেকে। গানটি মিষ্টি প্রেমের। তাই বড়দিন বা নতুন বছরকেই উপলক্ষ করে রেকর্ড হলো।’ 

আরও বলেন, ‘শ্রোতা-দর্শকদের আজীবন ভালো গানটাই উপহার দিতে চাই। এই অস্থির সময়ে রবীন্দ্রনাথের যে কোনও গানই আসলে শান্তির বার্তা বয়ে আনে। সবাই গানটি শুনবেন, দেখবেন। সেটিই প্রত্যাশা।’

মানিকগঞ্জের জমিদার বাড়িতে গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। গানটি প্রযোজনা করেছে কোলাহল কমিউনিকেশন।


That's why they are not on social media!