১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪০:৩২ অপরাহ্ন


সিয়ামের অদ্ভুত অভিজ্ঞতা
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০১-৩০ ১১:১২:১০
সিয়ামের অদ্ভুত অভিজ্ঞতা


২০ জানুয়ারি মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এই ছবি মুক্তির সময় প্রচারণায় সশরীরে উপস্থিত থাকতে পারেননি সিয়াম। কারণ তিনি টলিউডের সিনেমার কাজে ছিলেন কলকাতায়। তাই বলে চুপ ছিলেন না মোটেও। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবির খবরাখবর শেয়ার করেছেন। 

সম্প্রতি ঢাকায় ফিরেছেন সিয়াম। ফিরেই ছুটছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটি ঘিরে দর্শকের প্রতিক্রিয়া উপভোগ করছেন। 

গেলো ২৮ জানুয়ারি ঢাকার লায়ন সিনেমাসে যান সিয়াম। সেখানে তাকে পেয়ে ঘিরে ধরে একঝাঁক শিশু। তারা ছবিটি দেখতে এসে নায়কের দেখা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে। ওই মুহূর্তটি নিয়ে সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই অভিজ্ঞতা অদ্ভুত সুন্দর। আমি একঝাঁক নতুন দর্শক পেয়েছি। বাচ্চাদের সঙ্গে মিশতে গিয়ে জানতে পারলাম, তারা নাটক থেকেই আমার কাজ দেখে। বাচ্চাদের বাবা-মাও আমার কাজগুলো দেখেছেন, পছন্দের কাজের নাম বলছেন।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ একটি শিশুতোষ গল্পের সিনেমা। এখানে রাতুল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। চরিত্রের রেশ টেনে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, এই ছবির রাতুল ভাইয়া যদি ওদের হৃদয়ে জায়গা করে নেয়, তাহলে বাংলা সিনেমা নিয়ে তাদের মনে একটা ভালোলাগা থাকবে এবং ভবিষ্যতে তারাই কিন্তু আমাদের সিনেমার মূল দর্শক হয়ে উঠবে।’

কথা প্রসঙ্গে একটু শৈশব-কৈশোরে ফিরলেন সিয়াম। বললেন, ‘আমরা যখন ছোট ছিলাম কিংবা কৈশোরে ছিলাম, তখনও কিন্তু ভাবিনি সিনেমা হলে এত বাচ্চাকে একসঙ্গে দেখতে পাবো। এমন হয় যে, বাবা-মা সিনেমা দেখতে এসেছে, তাদের সঙ্গে সন্তানও এসেছে। কিন্তু সেই সিনেমা যে বাচ্চাটা উপভোগ করছে, ব্যাপারটা এমন না। বড়দের সিনেমা, হয়ত বুঝতে পারছে না। আবার কিছু দৃশ্যের কারণে বাবা-মাও অস্বস্তিতে পড়েন। বাসার টিভি হলে বন্ধ করে দিতে পারেন, কিন্তু সিনেমা হলে তো সেটা সম্ভব না। আমরা চেয়েছিলাম, এই সিনেমা এমন হোক, বাচ্চারা সবচেয়ে বেশি উপভোগ করবে। বাচ্চাদের আনন্দ দেখে বাবা-মারা খুশি হোক। কারণ ওদের জন্য তো আলাদা করে কিছু করা হয় না। এটা বাচ্চাদের উপভোগের মতো সিনেমা হলেও বড়রাও দেখতে পারবেন এবং মজা পাবেন।’

উল্লেখ্য, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু। ২০১৮-১৮ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ ছবির সহ-প্রযোজক বঙ্গ।