বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ডের নাম 'অর্থহীন'। সাইদুস সালেহীন খালেদ সুমন (বেইজ-বাবা) এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা। এই ব্যান্ডটি ১৯৯৯ সালে তাদের যাত্ৰা শুরু করে এবং ইতিমধ্যে ৭ টি অ্যালবাম প্রকাশিত করেছে। 'ত্রিমাত্রিক', তাদের প্রথম অ্যালবাম, এপ্রিল ২০০০ সালে প্রকাশিত হয়েছিল। ব্যান্ডটি শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে এবং তাদের সমস্ত অ্যালবাম বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে। তাদের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম 'ফিনিক্সার ডায়েরি ১' ২০২২ সালে প্রকাশিত হয়েছিল।
২০০৩ সালে অর্থহীনের চতুর্থ অ্যালবাম 'ধ্রুবক' বের হয়েছিল। সেই অ্যালবামে অর্থহীনের লাইনআপে একটা পরিবর্তন আসে। পিলুর পাশাপাশি শিশির আহমেদ গিটারিস্ট এবং কিবোর্ডিস্ট হিসেবে নিযুক্ত হয়। অর্থহীনের ২৫ বছরের যাত্রায় শিশির মিশে আছে প্রায় ২০টি বছর ধরে। এই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটলো মার্চের তিন তারিখ। তার কাছের মানুষদের মাদ্ধমে জানা যায়, শিশির তার বেক্তিগত কারণে ব্যান্ড ত্যাগ করেছে সেদিন।
এই নিয়ে দুইজন অসাধারণ ট্যালেন্টেড মিউজিসিয়ান তাদের ব্যান্ড ছেড়েলেন। সাম্প্রতিক সময় ইমন চৌধুরী 'চিরকুট ' ব্যান্ড ত্যাগ করেছেন।