০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:০৩:৩৩ অপরাহ্ন


আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন দাস
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-২৯ ১৭:৫৪:৪৮
আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন দাস লিটন দাস



কেবলই ১৮ বলে লিটন দাস পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি। এরপর রনি তালুকদারকে গিয়ে জড়িয়ে ধরলেন উইকেটের আরেক প্রান্তে। তার এই ফিফটির জাঁকজমকই আলাদা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি এখন লিটন দাস এর দখলে। 


এর আগে ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেবল ২০ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটিকে টোপকে এখন লিটনই সবচেয়ে দ্রুতত। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে তার সবচেয়ে দ্রুততম ২১ বলে হাফ সেঞ্চুরি ছিল ভারতের বিপক্ষে।


এই দ্রুততম পঞ্চাশ এর ভেতরে রয়েছে ৫ চার ও ৩ ছয়। এছাড়া তিনি জুটির রেকর্ডও গড়েছেন রনি তালুকদারকে নিয়ে। বলা হচ্ছে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা জুটি এখন তারাই।


নবম ওভারে ১২৪ রান যোগ করার পর ভাঙে এই জুটি। এর আগের ২০২১ সালে টি-টোয়েন্টিতে ১০২ রানের সেরা জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার।