বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ভিন্ন ধাঁচের খেলা খেলছে বাংলাদেশ দল। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ধারা ধরে রেখেছে তারা।
ব্যাটিং, বোলিং, কিংবা ফিল্ডিং, তিন বিভাগেই লক্ষ্য করা গেছে একটা আক্রমণাত্মক মনোভাবের ছাপ।
বাংলাদেশ টানা দুই ম্যাচে দুই’শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে আইরিশদের বিপক্ষে। পাওয়ার প্লেতেও এসেছে রেকর্ড করা রান। ব্যাটিংয়ে রনি তালুকদারের আক্রমণাত্মক মনোভাবের প্রতীক হয়ে উঠছেন। এই ওপেনিং ব্যাটসম্যান প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭ রান ও দ্বিতীয়টিতে ২৩ বলে করেন ৪৪ রান করেন। বৃহস্পতিবারে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দলের জন্য অধিনায়ক সাকিব আল হাসানের দেয়া বার্তা।
তিনি বলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়; সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই ইন্টেন্ট ও মন-মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর দাপট দেখানোর চেষ্টা করেন। ’
‘এই জিনিসটাই উনার আলাদা যে দাপুটে চিন্তা-ভাবনা এই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে আমরা খেলবো, বাঘের মতো খেলবো। আমরা দাপট দেখানোর চেষ্টা করবো। আমাদের ভয়ডর থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামবো। কখনো ব্যর্থ হতে পারি, আবার দেখা যায় সফল হবো; যদি আমরা এ জিনিসটা ধরে রাখতে পারি তাহলে সফলতার হার বাড়বে। ’
এটা কি পুরো দলই চাচ্ছে এমন কিছু নাকি শুধু সাকিব আল হাসানের বার্তা? তিনি বলছিলেন, ‘ক্যাপ্টেন-কোচের চিন্তা-ভাবনা একই। ’
তার প্রতি দলের বার্তাটা কী এমন প্রশ্নে রনি তালুকদার বলেন, ‘শুরু থেকেই আমার খেলার ধরন এমন ছিল। আমার টিম ম্যানেজম্যান্ট আমাকে খেলার ধরন অনুযায়ী খেলতে দিচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বললো বিপিএলের জিনিসটা এখানে করো। ’