০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:৫০:৫৮ অপরাহ্ন


আরাভ খানের তথ্য দিতে ডিবি অফিসে গেলেন হিরো আলম
কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৪-০১ ২২:২১:৫৩
আরাভ খানের তথ্য দিতে ডিবি অফিসে গেলেন হিরো আলম হিরো আলম ও ডিবি প্রধান হারুন-অর-রশিদ



শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে প্রবেশ করেন।


ডিবি সূত্রের বরাতে একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানায়, হিরো আলম ব্যক্তিগত কারণে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি একটি বেক্তিগত বিষয়ে ডিবি পুলিশের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে সে নিজেই কাজ শেষে বের হয়ে কথা বলবেন।


প্রায় আড়াই ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে হিরো আলম বের হয়ে। আরাভ খানের বিষয়ে জিজ্ঞেস করলে হিরো আলম বলেন,'আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করবো। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছে। যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেবো। আজকেও এই বিষয়ে অল্প কিছু কথাবার্তা হয়েছে।'


সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন হিরো আলম একটি স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে। যেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান একজন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি। একই অনুষ্ঠানে হিরো আলম, সাকিব আল হাসানসহ আরও অনেকে যোগ দেন। এ বিষয় আলোচনা-সমালোচনা হওয়ার পর ডিবি প্রধান হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয় তদন্তের স্বার্থে উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।


এর আগে ২০২২ সালের ২৭সে জুলাই হিরো আলমকে ডেকে পাঠানো হয় পুলিশের এই গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন হিরো আলম সাংবাদিকদের জানান, ' ভোর ৬টার দিকে আমাকে ডিবির লোকজন আমার রামপুরার অফিস থেকে ডেকে আনে। দুপুর ২টার দিকে আমাকে ছেড়ে দেওয়া হয়।'


পরে ডিবির পক্ষ থেকে জানানো হয়, 'অনুমতি ছাড়া পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্রসংগীতসহ সংস্কৃতি বিকৃতি করার অভিযোগে হিরো আলমকে ডেকে হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়েছেন হিরো আলম। মুচলেখায় হিরো আলম বলেছেন, তিনি আর কখনো এমন কিছু করবেন না।' 



That's why they are not on social media!