০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৯:২৭ অপরাহ্ন


আমার মানহানি করতে দায়িত্ব ছেড়েছেন ছোটন: সালাউদ্দিন
কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-৩০ ১৯:৪০:০০
আমার মানহানি করতে দায়িত্ব ছেড়েছেন ছোটন: সালাউদ্দিন সভাপতি কাজী সালাউদ্দিন, কোচ গোলাম রব্বানী ছোটন


কোচ গোলাম রব্বানী ছোটন বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে আর কাজ করতে চান না। গত শুক্রবার (২৬ মে) এমন কথা জানিয়েছিলেন নারী ফুটবলারদের এই গুরু। সোমবার (২৯ মে) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে পদত্যাগের চিঠি দিয়েছেন সাফজয়ী এই কোচ। দেশের ফুটবলের এমন দুৰ্ব্বস্থায় পদত্যাগ করায় ছোটনকে কাঠগড়ায় তুললেন বাফুফে প্রধান । 


বাফুফের মানহানি করতেই ছোটন পদত্যাগ করেছেন বলে মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আজ ছোটনকে ফোন করেছি। সে বলেছে যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারতো। আমার মনে হয়, বাফুফে যখন চাপের মধ্যে আছে, সেই সময়টাকে সে (ছোটন) বেছে নিয়েছে যাতে আমার ও আমার সংস্থার মানহানি হয়।’


গত বছরের সেপ্টেম্বরে নেপালের মাটিতে কোচ ছোটনের অধীনে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়াও নারী ফুটবলে বেশকিছু সাফাল্য এনে দিয়েছেন এই কোচ।