০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:৫৫:০০ পূর্বাহ্ন


সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে বৈঠকে বসছেন মাশরাফি!
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৯-২৬ ১৯:০৭:২৭
সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে বৈঠকে বসছেন মাশরাফি! তামিম, মাশরাফি, সাকিব


বিশ্বকাপ ২০২৩,আর মাত্র ১০ দিন  বাকি। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ। কথা ছিলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। 

মঙ্গলবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে বিসিবির সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ঘোষণার পাশাপাশি জার্সি উন্মোচন করার কথা ছিলো সংস্থাটির। কিন্তু একটু আগে আবার পোস্ট দিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছে তারা। 

পোস্টে বলা হয়েছে, ‘আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে আমরা দল ঘোষণা করবো। বিসিবির সকল ডিজিটাল মাধ্যম ও সামাজিক মাধ্যমে চোখ রাখুন।’

এ সবের মাঝে গুঞ্জন উঠেছে, চূড়ান্ত দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে শর্ত সাপেক্ষ খেলতে চান তামিম। অন্য দিকে আনফিট খেলোয়াড়কে দলে রাখার বিপক্ষে অধিনায়ক সাকিব। সেই 'দ্বন্দ্ব' মেটাতে এখন বিসিবিতে মাশরাফি।

বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব আল হাসান। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো 'আনফিট' বা 'অর্ধেক ফিট' ক্রিকেটারকে দলে চান না। এমনকি তামিম মতো অভিজ্ঞ কেউ হলেও সাকিব তার কোথায় অনড়।