১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৪৫:২৫ অপরাহ্ন


হঠাৎ কেন দেশে ফিরে এলেন সাকিব?
ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২৩-১০-২৫ ২০:০৬:৪৫
হঠাৎ কেন দেশে ফিরে এলেন সাকিব? সাকিব আল হাসান


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লম্বা রানের ব্যবধানে হারের পর হুট করেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ বুধবার সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হন এই অলরাউন্ডার। বিষয়টি প্রকাশ্যে এনেছেন বিসিবির এক সূত্র।

মিরপুরে ফিরে ইনডোরে অনুশীলনও করছেন সাকিব। টাইগার অধিনায়ক তার মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করেন। তবে হঠাৎ করে কেন দেশে ফিরলেন সাকিব?

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ফের দলের সঙ্গে যোগ দিবেন অধিনায়ক। এর পরদিনই কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগারদের।

গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ দল। এরপর আজ মুম্বাই থেকে কলকাতা যাওয়ার কথা রয়েছে তাদের।

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সেরা সময় কাটাতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এখন পর্যন্ত যে চারটি ম্যাচে খেলেছেন সেখানে ১৪, ১, ৪০ এবং ১ রান করেছেন। ব্যাট হাতে তার গড় মাত্র ১৪। উরুর চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচও মিস করেন তিনি। তবে বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট!