০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৫:০৭ পূর্বাহ্ন


অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০১-১৩ ১৯:৪৯:৫০
অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ সামিয়া অথৈ


২০১৬ সালে নাচভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সামিয়া অথৈ। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ থাকেননি তিনি,স্থির হয়েছেন অভিনয়ে। নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা। ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে দেশে পুরস্কৃত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মাননাও পেছেন এই শিল্পী।

একজন নারীকে স্পর্শ করার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি বলেন, 'ব্যক্তিজীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। কোনো কিছুতে নারী যদি না বলে সেটা মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও।'

তিনি আরো বলেন, 'যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে, আমি সেখান থেকে সরে আসি। সবাইকে আমি বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে। না মানে না। কখনও কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না।' 


প্রসঙ্গত, ‘প্রেমপুরাণ’, ‘কাচের দেয়াল’, ‘ইনফিনিটি সিজন-টু’ ওয়েবে ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সামিয়া। তাকে দেখা গেছে ‘দামাল’ চলচ্চিত্রেও।


সম্প্রতি ‘মোবারকনামা’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন সামিয়া। এই সিরিজের মূল বক্তব্য—অনুমতি ছাড়া স্পর্শ নয়। এর সমর্থনেই সবর হয়েছেন সামিয়া।


That's why they are not on social media!