০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:২৯:২৩ অপরাহ্ন


অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণা মামলা!
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০৩-১৩ ২১:৩৫:৩৯
অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণা মামলা! অনন্ত জলিল


ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। এই অভিনেতা-সহ আরো ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুন ধার্য করেছেন আদালত। 

আজ বুধবার (১৩ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায়, প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অনন্ত জলিল ছাড়াও অন্য আসামিরা হলেন- জাহানারা বেগম, অনন্ত জলিলের কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মো. শরীফ হোসাইন, সাকিবুল ইসলাম, মিলন ও শহিদুল ইসলাম।

গত বছরের ২৬ ডিসেম্বর শাফিল নাওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতে মামলার আবেদনের প্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ১৭ অক্টোবর আসামিরা পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরবর্তীতে তারা আরও বেশ কিছু কাজের অর্ডার দেন।

এ বছরের মার্চ পর্যন্ত বাদী সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন। এরপর গত ১৫ মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে আসামিরা বাদীর একটি এলসি করেন। পরে বাদী টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটির জন্য টাকা উঠাতে ব্যর্থ হন।

আরজিতে আরও বলা হয়, বাদী চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কোম্পানিটি এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেনি, যার পরিমাণ প্রায় ২৯ হাজার ২০০ ডলার।


That's why they are not on social media!