০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:১৭:৪৭ অপরাহ্ন


ত্রিভুজ প্রেমের গল্প
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ত্রিভুজ প্রেমের গল্প


ঢাকায় একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন হিয়া ও তানজিনা। থাকেনও একই ফ্ল্যাটে। সহপাঠী থেকে বন্ধু হওয়ার সুবাদে ছুটিতে হিয়ার গ্রামের বাড়িতে বেড়াতে যান তানজিনা। সেখানে শুভর সঙ্গে পরিচয় ঘটে তার। শুভর চিন্তাভাবনা ও আচরণে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যান তানজিনা। 

অন্যদিকে আগে থেকেই শুভকে পছন্দ করেন হিয়া। ফলে সংশয়ে পড়েন শুভ। হিয়া নাকি তানজিনা, কার সঙ্গে প্রেমের গল্পটা এগিয়ে নেবেন, তা নিয়ে চিন্তাগ্রস্ত তিনি।

এমনই ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এসো প্রাণের টানে’। পরিচালনা করেছেন নাসিম সাহনিক। এতে শুভ চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ, তানজিনার ভূমিকায় লামিয়া সিদ্দিকা ও হিয়ার চরিত্রে আছেন স্বাতী তন্নী।

নাটকটি নিয়ে নির্মাতা নাসিম সাহনিক বললেন, ‘বরাবরই চেষ্টা করি সহজ সরল গল্পে নাটক নির্মাণ করতে। এটি সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিল্পী-কলাকুশলীরা চেষ্টা করেছেন সর্বোচ্চ সহযোগিতা করতে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা জানালেন, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে ‘এসো প্রাণের টানে’।


That's why they are not on social media!