০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৬:১৩ পূর্বাহ্ন


সাকিবকে হটিয়ে শীর্ষে নবি
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সাকিবকে হটিয়ে শীর্ষে নবি


বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের খেতাব হারালেন সাকিব আল হাসান। হেরে গেলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির কাছে। 

আইসিসির সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশের সাকিব। অন্যদিকে সাকিবকে হটিয়ে শীর্ষে উঠেছেন আফগান তারকা মোহাম্মদ নবি। ২৪৬ রেটিং নিয়ে এখন এক নম্বরে তিনি। সাকিব পিছিয়ে ৩ পয়েন্ট (২৪৩)।

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবের পরই তিন নম্বরে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং পয়েন্ট ২২১।

ব্যাটিং র‌্যাংকিংয়ে যথারীতি এক নম্বরে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফের দুই নম্বর জায়গাটি দখলে নিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম নেমে গেছেন তিনে।

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি এবং তিনে ইংল্যান্ডের আদিল রশিদ।