০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৯:৫৭ অপরাহ্ন


সাকিবের দাবি, ‘এগুলো সব মিডিয়ার সৃষ্টি’
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সাকিবের দাবি, ‘এগুলো সব মিডিয়ার সৃষ্টি’


বিশ্বকাপের আগে হারের গর্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। তাই অস্ট্রেলিয়া পৌঁছাতেই সংবাদমাধ্যম এড়িয়ে চলছে টাইগার সদস্যরা। সমালোচনা গায়ে না লাগাতেই হয়তো গণমাধ্যম থেকে দূরে থাকা। 

এদিকে আগামীকাল (২৪ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

নেদারল্যান্ড সুপার টুয়েলভে এসেছে গ্রুপ ‌‘এ’ রানার্স আপ হয়ে। অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস পড়ায় অনেকেই বিষয়টি স্বস্তিদায়ক মনে করছেন। তবে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এ ব্যাপারে একমত হতে পারছেন না। সাকিবের দাবি, ‘এগুলো সব মিডিয়ার সৃষ্টি’।

আজ (২৩ অক্টোবর) হোবার্টে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব দাবি করলেন প্রতিপক্ষ কারা সেটি বিবেচনা করে তারা প্রস্তুতি সারেন না, ‘দেখুন, ওয়ার্ল্ড কাপে পাঁচটা ম্যাচ আছে। এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়েই আমরা এখানে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি প্রস্তুতি একই রকম থাকবে, সেটাই থাকা উচিত। সেটি নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ভারত, পাকিস্তান, কিংবা জিম্বাবুয়ে সঙ্গে একই রকম থাকবে, প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না, চিন্তাতেও কোনো পরিবর্তন আসবে না।’

তিনি আরও বলেন, ‘তারা (ডাচরা) কিন্তু কোয়ালিফাই করেই এসেছে, যোগ্য দল হিসেবেই এসেছে। এই ধারণা হয়তো আপনারাই তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসায় বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমরা এভাবে কখনও চিন্তা করি না। পৃথিবীর কোনও দলই এভাবে চিন্তা করে না। সব দলই সবসময় চেষ্টা করে দলের ভালোর জন্য যা করার তা করতে।’

এদিকে প্রতিপক্ষ যারাই হোক না কেন তা নিয়ে যে তারা ভাবছেন না সেটিই বললেন সাকিব, ‘আমাদের দলের মধ্যে ওরকম কোনও ফিলিংস নেই। সেটা যদি শ্রীলঙ্কা আসত, সেটা যদি ওয়েস্ট ইন্ডিজ আসত—তাহলেও যে প্রস্তুতি নিতাম, অন্য যে দলের সঙ্গে খেলব একইরকম প্রস্তুতি থাকবে। আর যেটি বললেন স্বস্তি কি না সেটি মিডিয়ার সৃষ্টি।’