০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:৪৫:৩১ অপরাহ্ন


বাংলাদেশের জনগণকে ধন্যবাদ: আর্জেন্টিনার কোচ
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
বাংলাদেশের জনগণকে ধন্যবাদ: আর্জেন্টিনার কোচ


বাংলাদেশের ফুটবল উন্মাদনা, নির্দিষ্ট করে বললে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি সমর্থন আন্তর্জাতিক মিডিয়ায় স্থান করে নিয়েছে আগেই। এবার কাতারে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলটির কোচ লিওনেল স্কালোনিকে।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা নিয়ে আর্জেন্টাইন এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে দলটির সমর্থনের বিষয় নিয়ে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে উল্লেখ করে কোচের কাছে জানতে চান, বিশ্বজুড়ে এমন সমর্থন নিয়ে কেমন অনুভব করছেন। 

সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নটির জবাবে স্কালোনি বললেন, অনেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে দিয়েগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে তারা আর্জেন্টিনাকে ভালোবাসে, আর্জেন্টিনা নিয়ে তারা আগ্রহী। বাংলাদেশের মতো দেশে আর্জেন্টিনার সমর্থনে আমরা গর্বিত।

তিনি আরও বলেছেন, দূরের দেশ থেকে এমন সমর্থন পেয়ে বেজায় খুশি আর্জেন্টিনার কোচ। এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমরা চেষ্টা করবো আমাদের মতো খেলতে। গত ম্যাচে যেভাবে খেলেছি সেটা চালিয়ে যেতে। বাংলাদেশের জনগণকে ধন্যবাদ।