০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:৫০:৫২ অপরাহ্ন


‘একেনবাবু’ স্রষ্টা সুজন দাশগুপ্তর মৃতদেহ উদ্ধার
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০১-১৮ ১৫:৫৬:৪৪
‘একেনবাবু’ স্রষ্টা সুজন দাশগুপ্তর মৃতদেহ উদ্ধার


প্রয়াত হলেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত। কলকাতার ফ্ল্যাট থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকালে উদ্ধার হয় তার নিথর দেহ। 

পরিবার সূত্রে জানা গেছে, কিছু মাস ধরে কলকাতায় ছিলেন সুজন। সার্ভে পার্ক থানার অন্তর্গত বহুতল ‘উদিতা’য় তার  ফ্ল্যাট রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হলো লেখকের, তা খতিয়ে দেখছেন তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকালে পরিচারিকা এসে সুজন দাশগুপ্তর ফ্ল্যাটে বারবার কড়া নাড়লেও সাড়া দেননি তিনি। এরপরেই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের ডাকেন পরিচারিকা। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাথরুমের সামনের শোয়ার ঘরের মেঝে থেকে উদ্ধার হয় লেখকের নিথর দেহ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সুজন দাশগুপ্তের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পর্দায় ‘একেনবাবু’ চরিত্রে অভিনয় করা অনির্বাণ চক্রবর্তী। শোকে তিনি বাকরুদ্ধ। কী বলবেন কিছুই যেন বুঝছেন না অনির্বাণ। অন্যদিকে ‘একেনবাবু’কে পর্দায় নিয়ে এসেছিলেন যিনি, সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‌‌‌‌‌‌‘আমরা সবে মাত্র রাজস্থানে একেন-এর গল্পের কাজ শেষ করেছি। এর মধ্যে অন্যান্য গল্প নিয়েও আলোচনা চলছিল। এমনকি আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) ওঁর বাড়িতে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণও ছিল। এরই মধ্যে এটা কীভাবে হয়ে গেল, খবরটা বিশ্বাসই করতে পারছি না।’ 

সুজন দাশগুপ্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবারও। শোকাহত তার লেখার হাজারও অনুরাগী।


That's why they are not on social media!