০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:৩৪:১৭ অপরাহ্ন


ফের টাইগার কোচ হাথুরুসিংহে, নিশ্চিত করলো বিসিবি
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০১-৩১ ১৯:২৯:১৫
ফের টাইগার কোচ হাথুরুসিংহে, নিশ্চিত করলো বিসিবি


নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পর থেকেই এটা নিশ্চিত হয়ে যায় যে, বাংলাদেশে আবার কোচ হয়ে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। দিনভর তাকে নিয়ে গুঞ্জনের পর মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে ফিরছেন হাথুরুসিংহে।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব সামলেছেন। নতুন দায়িত্বে আগামী ফেব্রুয়ারি থেকেই যোগ দিচ্ছেন। 

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফের যুক্ত হতে পেরে লঙ্কান এই কোচ ভীষণ রোমাঞ্চিত। বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশকে দলকে পুনরায় কোচিং করার সুযোগ দেওয়ায় সম্মানিতবোধ করছি। যখনই সেখানে গিয়েছি, বাংলাদেশের মানুষের উষ্ণতা ও সংস্কৃতির প্রেমে পড়েছি। আমি আবারও ছেলেদের সঙ্গে কাজ করতে এবং তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি।’

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর অন্তর্দ্বন্দ্বের জেরে সম্পর্ক ছিন্ন করা হয় তার সঙ্গে।  

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ নতুন কোচ খুঁজছিল। টি-টোয়েন্টিতে শ্রীধরন শ্রীরামকে রাখা হলেও ওয়ানডে ও টেস্টের জন্য ‘কড়া হেডমাস্টার’ চেয়েছিল বিসিবি। সভাপতি নাজমুল হাসানের প্রথম পছন্দও ছিলেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর সিডনিতে বিসিবি সভাপতি ও কয়েকজন পরিচালকের সঙ্গে হাথুরুসিংহের বৈঠক হয়েছে। ওই বৈঠকেই তার বাংলাদেশে আসা নিশ্চিত হয়ে যায়।