০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৩:৫৭ অপরাহ্ন


ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন হিরো আলম
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০১-৩১ ১৯:৩৭:০৭
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন হিরো আলম


উপনির্বাচনে ভোট গ্রহণের দিনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসন থেকে উপনির্বাচন করছেন। এ ছাড়াও ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় কিছুটা চিন্তায় রয়েছেন হিরো আলম।

তিনি বলেন, ‌‘ভোট গ্রহণের দিনে আমার সঙ্গে ১০ জন এজেন্ট থাকার অনুমোদন দিতে হবে। এর আগেও অতীতে নির্বাচনে আমার ওপর ভোটকেন্দ্রে ব্যাপক হামলা হয়েছিল। তাই এবার নিরাপত্তার জন্য আমার সঙ্গে বেশি সংখ্যক এজেন্ট রাখতে চাই।’

সঙ্গে বেশি মানুষ থাকলে কেউ হামলা চালাতে সাহস পাবে না বলে মনে করছেন হিরো আলম। সেই সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

বগুড়া জেলা সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই কোনও ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। পাশাপাশি মোতায়েন করা হবে ১৬ প্লাটুন বিজিবি। সেই সঙ্গে ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তাকর্মী কাজ করবেন।


That's why they are not on social media!