০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:১৪:৩৫ অপরাহ্ন


নিজের কথা-সুরে গাইবেন মোশাররফ করিম
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০২-০৮ ০০:৪৮:৫০
নিজের কথা-সুরে গাইবেন মোশাররফ করিম


মোশাররফ করিম একজন কবি, লেখক, গীতিকার ও সুরকার। ‘জয়যাত্রা’ ছবিতে ‘আহারে সোনার ময়না’ শিরোনামের গানটি তিনি লিখেছেন। এবার তিনি গািইবেনও। তাও আবার নিজের অভিনীত সিনেমার জন্য।

ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার প্লে-ব্যাক যাত্রা হতে যাচ্ছে। গানের কথাগুলো এমন—‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ 

গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।

নির্মাতা বলেন, ‘ছবির প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। তখন মনে হলো, এ গানটি বেশ যায়। মোশাররফকে বললাম, এ গানটি গাওয়া যায় কিনা? তিনি বললেন, অবশ্যই গাইব।’

৯ ফেব্রুয়ারি গানটিতে কণ্ঠ দেবেন মোশাররফ করিম। এই গানটি ছাড়াও ছবিতে আরও দুটি গান থাকছে।

গত বছরে নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন লোকেশনে ‘বিলডাকিনি’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ছবিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র।


That's why they are not on social media!