০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:২০:২০ অপরাহ্ন


অর্থ কেলেঙ্কারিতে সাধারণ সম্পাদকের (বাফুফে) ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা !
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৪-১৫ ০২:০৪:১২
অর্থ কেলেঙ্কারিতে সাধারণ সম্পাদকের (বাফুফে) ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা ! আবু নাঈম সোহাগ


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আর্থিক বিষয় গোপন করতে মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। আন্তর্জাতিক ফুটবলের তত্ত্বাবধানকারী সংস্থার ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঘোষণাটি দেয়া হয়েছে।


ফিফার এই নিষেধাজ্ঞার ফলে আবু নাঈম সোহাগ দুই বছরের জন্য ফুটবল-সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তাকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে, যা প্রায় ১২ লাখ টাকার সমান।


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাটি জানিয়েছে, বাফুফেকে ফিফার দেওয়া অর্থের হিসাবে ভুল তথ্য বা ডকুমেন্টে প্রদান করার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এরই মধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)। শাস্তি প্রয়োগ শুরু হয়েছে (১৪ এপ্রিল) তারিখ থেকেই।


এ সময় তার কাছে বারবার ফোন করলেও আবু নাঈম সোহাগ ফোন রিসিভ করেননি।