০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:২৬:১২ অপরাহ্ন


সেন্সর সার্টিফিকেট পেয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৮-০১ ১৯:১০:০৭
সেন্সর সার্টিফিকেট পেয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের (বিএফসিবি) সদস্যরা ছবিটির প্রদর্শনী দেখে সার্টিফিকেট প্রদান করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত, অতুল তিওয়ারি এবং শামা জায়েদীর ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি বাংলায় রূপান্তরিত হয়েছে। ঐতিহাসিক মুভিটিতে মোট ১৫০টি চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশী শিল্পী রয়েছে।

বাংলাদেশের ৬০% এবং ভারতের ৪০% ব্যয়ে তৈরি এই বায়োপিকটির শুটিং ২২এ জানুয়ারী, ২০২১ তারিখে ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল এবং ১৮ই ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়েছিল।

গত বছর, ছবিটির প্রথম পোস্টার ২০২২ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে, দ্বিতীয় পোস্টার ৩ মে এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ছবিটির ট্রেলার মুক্তি পায়।


That's why they are not on social media!