০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৮:০৫ অপরাহ্ন


শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন
ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৮-০৯ ১৬:৪৭:৩০
শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ‘বঙ্গমাতা ইতিহাসের নিবৃতো শৈনিক’


শেখ ফজিলাতুন্নেসা মুজিব অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "বঙ্গমাতা" তার ৯৩তম জন্মবার্ষিকীতে ৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হয়।

গৌতম কায়রি পরিচালিত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত চলচ্চিত্রটি খোরশেদ বাহারের উপন্যাস "বঙ্গমাতা ইতিহাসের নিবৃতো শৌনিক" (বঙ্গমাতা ইতিহাসের লুকানো সৈনিক) থেকে নেওয়া হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নাসরিন মুস্তাফা।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাগত বক্তব্য দেন। তার বক্তব্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও অবদানের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি ‘বঙ্গমাতা’ ছবির প্রিমিয়ার শো উদ্বোধন করেন।