০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:৪৩:২৮ অপরাহ্ন


আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি: তাপস
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-১২-১৯ ২১:১১:৪৩
আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি: তাপস কৌশিক হোসেন তাপস ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস


সাম্প্রতিক বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে হাজির হয়েছিলেন গানবাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নির সাথে অপু বিশ্বাসের মদ্ধকার কথপোকথনের একটি ফোনালাপের সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যমে ও অনলাইনে নানা ধরণের বিভ্রান্তি মূলক তথ্য ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুকে একটি ভিডিওবার্তাও পোস্ট করেন এই নায়িকা।

এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ডিবি কার্যালয়ে তলব করা হয় অপু বিশ্বাসকে। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও সংগীতশিল্পী তাপস। 

ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। সেখানে তাপস দাবি করেন, অপু বিশ্বাসের নামে কোনও অভিযোগ দাখিল করেননি তিনি।

সংগীত পরিচালক আরো বলেন, ‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনও অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনও ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।’

তাপস বলেন, ‘আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি। অপুর যার সঙ্গে সমস্যা তার বিষয়ে অপু কথা বলেছে আমার স্ত্রীর সঙ্গে। সেই আলাপনের অংশ বিশেষ কেটে একটি টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছে। এমনটা হলে তো ব্যক্তিগত কোনো আলাপ করা যাবে না। এ ধরণের ঘটনা যেন না হয় এ বিষয়েই আমরা কথা বলেছি। আমি গণমাধ্যমের বিরুদ্ধে যেতে চাই না। আমি কোনো আইনি নোটিশও পাঠাইনি।’

তাপসের কথায়, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনও আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।’ 

এই পুরো ঘটনায় নিজের ভুল স্বীকার করে অপু বলেন, ‘আমি মনে করি আমরা সবাই মানুষ। ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমদের যে বিষয়টা হয়েছে সেটা এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। যেটা দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যখ্যার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তারাও ডিলিট করে ফেলবেন।’


That's why they are not on social media!