০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:২৯:৫০ অপরাহ্ন


বিরক্ত তাপসী পান্নু: আমি তো এনজিও খুলিনি
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
বিরক্ত তাপসী পান্নু: আমি তো এনজিও খুলিনি


‘এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’—বিদ্যা বালানের এই সংলাপের কথা মনে আছে নিশ্চয়ই। যদিও এখনকার ট্রেন্ড বলছে অন্য কথা। 

সিনেমার মাধ্যমে দর্শকদের সামাজিক আর ঐতিহাসিক বার্তা দেওয়ার হিড়িক উঠেছে বলিউডে। কিন্তু প্রত্যেকটি ছবি তৈরির নেপথ্যে এই উদ্দেশ্য থাকা কি খুব জরুরি? কড়া কণ্ঠে প্রশ্নটা তুললেন অভিনেত্রী তাপসী পান্নু।

১৯ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দোবারা’। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া এই ছবিও কি দেবে সামাজিক কোনও বার্তা? কলকাতায় ছবির প্রচারে এসে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কী বললেন নায়িকা? তাপসীর গলায় প্রতিবাদের সুর। তিনি বলেন, ‘আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য।’

সঙ্গে আরও যোগ নায়িকার, ‘প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনও না কোনও বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে। শুধুই বিনোদন আছে এমনটা নয়।’

দর্শকের সামনে সব সময় নতুন ভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন নায়িকা। এর পর শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাকে।

সূত্র: এবিপি


That's why they are not on social media!